ঘরের জানালা পরিষ্কারে কিছু টিপস
ঘরের আসবাবপত্র সবসময় ঝকঝকে করে রাখি। অথচ জানালার দিকে নজরই দেয়া হয়না । কারণ পরিষ্কারের ঝক্কি। অথচ নিয়ম করে জানালা পরিষ্কার করা খুবইজরুরি। তবে কিছু নিয়ম মেনে চললে সহজেই জানালা পরিষ্কার করা যায়। জানালা পরিষ্কারের জন্য কাপড়ের চেয়ে ঝাড়ু বেশি কার্যকর। ঝাড়ুর পরে লিকুইড ক্লিনার বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। জানালায় বড় বড় পর্দা ব্যবহার করুন, যাতে ঘরে ধুলো কম প্রবেশ করতে পারে। ভারী পর্দা ঘন ঘন ধোয়া কষ্টকর। তাই প্রতিদিন জানালার পর্দা ব্রাশ করলে আলগা ময়লা পড়ে...
Posted Under : Health Tips
Viewed#: 193
See details.

